নিজস্ব প্রতিবেদক।।
ঢাকার বংশাল থানাধীন মিরনজিল্লা হরিজন পল্লীর শতাধিক বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৩ জুলাই শনিবার বিকেল ৩টায় নগরীর কান্দিরপাড় পূবালীচত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই সমাবেশে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল শ্রেণির পেশার মানুষ ও কুমিল্লায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক নেতৃবৃন্দ।