দৈনিক কুমিল্লা।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুছ ছাত্তার খান।
বৃহস্পতিবার ( ১১ জুলাই) বিকালে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুছ ছাত্তার খান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. সফিউল আলম তালুকদারের সভাপতিত্বে এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালিদ হোসেন, অভিভাবক সদস্য প্রতিনিধি মো. জসিম উদ্দিন, রবিউল্লাহ, জসিম উদ্দিন, মো. সেকান্দর আলী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আমেনা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. নাজিম উদ্দিন, মোহাম্মদ আব্দুছ ছামাদ, ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ছালমা নাছরিন উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদার বলেন, অন্য কোনো প্রার্থী না থাকায় আব্দুছ ছাত্তার খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি আগামী দুই বছরের জন্য বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুছ ছাত্তার খান বলেন, ছোটনা মডেল উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৫ সাল থেকে এই স্কুলটি ৫ গ্রামের সার্বিক সহযোগিতা ও পরামর্শে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। আমি আগামীদিনে সুনামের সাথে স্কুলের শিক্ষা কার্যক্রম চালাতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।