মোঃ রেজাউল হক শাকিল।।
জলবায়ু দিন দিন পরিবর্তন হচ্ছে, ফলে যে সমস্যা হচ্ছে তা আমাদের মত সাগর অঞ্চলের দেশ গুলোর জন্য হুমকি হয়ে দাড়িয়েছে৷ জলবায়ু পরিবর্তনের জন্য মূলত উন্নত বিশ্বদায়ী৷ আর তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের৷ গাছ মানব জাতির প্ররম বন্ধু৷ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের পরিবেশ রক্ষার বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে৷ আমাদের লক্ষ্য হল উন্নত দেশ গঠন তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা৷ বড় বড় দালার কোঠা বানালে চলবেনা, তার সাথে পরিবেশের ভারসাম্যের দিকে খেয়াল রাখতে হবে৷ কেন ভাবেই পরিবেশের ভারসাম্যে নষ্ট করা যাবেনা৷ আর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা দুই পাশ তথা যেখানে খালি জায়গা পাওয়া যাবে সেখানে গাছ লাগাতে হবে৷ সবাইকে মনে রাখতে হবে গাছ আমাদের জিবন ধারনের জন্য অতি প্রয়োজনীয় উপাদান৷ গতকাল বুধবার (১০) জুলাই দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বৃক্ষ মেলা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান, বৃক্ষ রোপন, মতবিনিময় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এসব কথা বলেন৷ ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৫- ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তৈয়ব অপি, ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান শরীফ, সহকারি কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত মহিউদ্দিন মবিন, থানার অফিসার ইনচার্জ ওসি ( তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী ইদ্রিস মিয়া মাস্টার, হাজী মোঃ নুরুল ইসলাম৷ দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷