মোঃ রেজাউল হক শাকিল।।
বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে৷ আমাদের স্বপ্নের সোনার বাংলা গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অনেক৷ কারন আজ সে শিক্ষার্থী আগামীকাল সে হবে রাস্ট্র পরিচালক৷ তাই শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের কে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে৷ বইয়ের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হলেই প্রকৃত মানুষ হয়না৷ আসুন সবাই মিলে সোনার বাংলা গঠনে সোনার মানুষ তৈরি করি৷ তবেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূর্ণ হবে৷ সোমবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা ৫- ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এমপি এ-সব কথা বলেন৷ উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান শরীফ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লা এর সহকারি প্রকৌশলী বাবু সংকর কুমার সাহা৷ স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুর ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ৷ নবর্নিমিত একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিশন, স্কুলের শিক্ষক সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, মোঃ মনিরুল হক মোল্লাসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷