মোঃ রেজাউল হক শাকিল।।
ছোট বেলায় মাকে হারিয়ে মামার বাড়িতে বসবাস করতেন ফাতেমা বেগম (৪৫)৷রবিবার সকাল ৭টার দিকে ডাক্তার দেখাতে সিএনজি অটোরিকশা যোগে কুমিল্লা যাওয়ার পথে দূর্ঘটনায় নিহত হয় সে৷ নিহত ফাতেমা বেগমের ন্যায় তার ছেলে মেয়েরা আবার মায়ের মত এতিম হল৷
ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া মাদ্রাসা পাড়ার গাবুদ্দিন বাড়িতে৷ নিহতের পরিবার এবং তার ফুফাত ভাই জানান রবিবার ৭ টার দিকে আমার ফুফাত বোন ফাতেমা বেগম (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে বেড়িয়ে যায়৷ সকাল ৮.৩০ এর সময় ফোন আসে যে বুড়িচং- উপজেলার ইছাপুরা নতুন মযজিদ এলাকায় সিএনজি অটোরিকশার মুখমোখি সংঘর্ষে আমাদের বাড়ির দুইজন আহত হয়৷ স্হানীয়রা তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে খাড়াতাইয়া এলাকায় মারা যায় ফাতেমা বেগম (৪৫)৷ অবঃ আর্মি মোঃ মানিক মিয়া বলেন ফাতেমা বেগম ছোট বেলায় তার মা কে হারায়৷ তারপর থেকে সে তার মামার বাড়িতে বড় হয় এখানেই লালিত পালিত হয় এবং বিবাহ দেওয়া হয়৷ ফাতেমার স্বামী চান মিয়া বিদেশে থাকে৷ তাদের পরিবাবর অভাব অনটনে কাটছে৷ সংসার জিবনে ফাতেমার ১ ছেলে ২ মেয়ে রয়েছে৷ সিএনজি অটোরিকশা দূর্ঘটনায় একই এলাকার জামাল হোসেন এর স্ত্রী ইয়াছিন আক্তার (৪৮) আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রয়েছে৷ ছোট বেলায় ফাতেমার সাথে যা ঘটেছিল তার মৃত্যুতে ৩ টি সন্তানের সাথে একই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ রবিবার বাদ আসর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷