অলিয়ে কামেল হযরত শাহ্ সুফী ফকির আবদুস সালাম (রহঃ)'র ৪৮ তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত হবে।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর (পশ্চিমপাড়া) মাজার-মসজিদ প্রাঙ্গণে আগামী (২২ জুন ২০২৪) শনিবার বিকেল ৪ ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত পবিত্র কোরআনের আলোকে বয়ান পেশ করবেন ইসলামিক বক্তারা।খতমে কোরআন, ওয়াজ মাহফিল, জিকির আযকার, মিলাদ-কিয়াম, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ করা হবে।
উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করবেন মুর্শিদে বরহক শেখ শাহজাদা ড. আহমদ পেয়ারা বাগদাদী (রহ:) এর সাহেবজাদা আলহাজ শেখ শাহজাদা গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব পীর সাহেব,শাহপুর দরবার শরিফ,কুমিল্লা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম.এ জাহের,প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন পীরজাদা মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী,নজরুলিয়া দরবার শরীফ, বুড়িচং, কুমিল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আখলাক হায়দার,বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল করিম।উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন: সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির,সভাপতি- মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটি, আনন্দপুর।
বিশেষ আকর্ষণ হিসবে ওয়াজ করবেন তরুণ আলেমেদ্বীন বলিষ্ঠ কন্ঠসুর হযরত মাওলানা মোঃ আবুল কালাম আজাদী,খতিব, সাতবাড়িয়া মদিনা জামে মসজিদ, কচুয়া, চাঁদপুর।আরো ওয়াজিনে কেরাম আলহাজ্ব মাওঃ মুফতি কাজী মোঃ আবুল বাশার আল-কাদেরী অধ্যক্ষ, ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসা। মাওলানা মোঃ মুমিনুল ইসলাম আল-ক্বাদেরী পরিচালক, খানকায়ে সোবহানিয়া কাদেরিয়া, গাজীপুর (কালিকাপুর বাজার)।আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান অধ্যক্ষ, আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুল, ফকির বাজার, বুড়িচং, কুমিল্লা।মাওলানা মুফতী মোঃ এমদাদুল হক ফারুকী ইমাম, শ্রীমন্তপুর জামে মসজিদ।মাওলানা কাজী মুহাম্মদ আল ইমরান আরবী প্রভাষক, বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। মাওলানা মুফতি এম ফাহাদ হোসাইন ইমাম ও খতিব, আনন্দপুর পশ্চিমপাড়া সালাম শাহ্ জামে মসজিদ।
উক্ত ওরুছ মাহফিলে আরো বহু পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।আয়োজনে: মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটি, আনন্দপুর ও এলাকাবাসী।