মানছুর আলম অন্তর, রামগতি।।
রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আর.এস.সি.ডি) এর ২০২৪-২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা আহম্মেদ অয়ন ও সাধারণ সম্পাদক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আব্দুল হান্নান।
বৃহস্পতিবার (২০ জুন) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি ডাঃ এ বি এম সাজ্জাদ হোসাইন বাপ্পি, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ও গার্ডিয়ান কাউন্সিল সদস্য শাহ মাহমুদুল হাছান, ডাঃ মিনহাজুল আবেদিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বুধবার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ঈদ পূনর্মীলনী ও মতবিনিময় সভার পাশাপাশি খসড়া কমিটির ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আহসানুল মাহাবুব জোবায়ের, নজরুল ইসলাম জোনাক, আহসানুল মাহাবুব জোবায়ের নজরুল ইসলাম জোনাক, মোঃ জুয়েল, আরমান হোসাইন।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জোবায়দুল হাসান, ইসলাম ভূইয়া ফরমান, তানভীর হোসাইন হৃদয়, জাকির হোসাইন, শান্ত আহম্মেদ, মানছুর আলম অন্তর, নাইমুর রহমান রিজভী, আবদুল মাজেদ শাকিল, ইজাজ মাহমুদ। সাংগঠনিক সম্পাদক ফাহিম জাহান মাহমুদ, মো. মুজাহিদ, সম্রাট আকবর, ইয়ামিন ইসলাম তাবিন, আরিফুল ইসলাম।
প্রচার সম্পাদক মো. নাহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক উসামা বিন ওমর, দপ্তর সম্পাদক মো. রাকিব হোসেন, অর্থ সম্পাদক নাসিফ আহমেদ প্রত্যয়,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জান্নাতুন নাঈম রূপা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. নোমান শরীফ, উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. শহীদুল ইসলাম তামিম, ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক মো. মুহাইমিনুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তানজির হোসেন বিপ্লব, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মো. আশিকুর রহমান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ রাব্বুল, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফামিম, ছাত্রী উন্নয়ন বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, বিতর্ক বিষয়ক সম্পাদক তানিয়া আফরোজ ফায়েল, মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম শান্ত, আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের, মানবকল্যাণ বিষয়ক সম্পাদক মুনতাসির মাহমুদ তারেক। এছাড়াও ৭৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে উপ-সম্পাদক রয়েছেন আরও ৩৬ জন শিক্ষার্থী।