স্টাফ রিপোর্টার।।
আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার ২য় বারের মত অনুষ্ঠিত হবে কুমিল্লা লালমাই উপজেলা পরিষদ নির্বাচন। গত ২৩ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে ই একাধিক প্রার্থী মনোনয়ন লাভের জন্য জোর তদবির শুরু করে, অবশেষে সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার এর মনোনয়ন বোর্ড লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান শাহীনকে মনোনয়ন প্রদান করেন।
ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে গড়ে উঠা কামরুল হাসান শাহীন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এর ভাতিজা ও লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ এর সন্তান। বিএনপি জামায়াত জোট সরকারের সময় একাধিক মিথ্যা মামলার আসামী হয়েছিলেন তিনি। আগামী ১৯ ফেব্রুয়ারী মনোনয়ন জমাদানের শেষ দিন ২০ ফেব্রুয়ারী মনোনয়ন বাছাই, ২৭ ফেব্রুয়ারী মনোনয়ন । প্রত্যাহারের শেষ দিন, ২৮ ফেব্রুয়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও ১৬ মার্চ ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।