নিজস্ব প্রতিনিধি।। আজ রবিবার (৯ জুন) বিকেলবেলা কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোডস্থ জমজম টাওয়ারের ৭ম তলায় এখন টিভি'র কুমিল্লা ব্যুরো অফিসে এক চা-আড্ডার আয়োজন করা হয়। ওই চা-আড্ডায় অংশ নেন কুমিল্লায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
এসময় এখন টিভির কুমিল্লা ব্যুরো চীফ খালেদ সাইফুল্লাহকে ফুলেল শুভেচছা জানান এডভোকেট তাপস চন্দ্র সরকার।
জানা যায়- ২০২২ সালের ১৬ ডিসেম্বরে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসার কথা থাকতেও, চ্যানেলটি বাংলাদেশের প্রথম ব্যবসাকেন্দ্রিক টেলিভিশন চ্যানেল হিসেবে, ২০২২ সালের ৯ জুন "এখন" নামে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে। এটি বাংলাদেশের ৩৭তম টেলিভিশন চ্যানেল।