গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই স্লোগান নিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুন) সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সাহিদা আক্তার।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আফরিনা আক্তার, দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির।
উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আবু রায়হান, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য ) মোহাম্মদ তানভীর হাছান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মামুন মুন্সী, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মঈন আল রশীদ শুভ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ সুলতান আহমদ,সহকারী সমাজসেবা অফিসার আহাম্মদ উল্লাহ, নাজির মোঃ জাহেদুল ইসলাম (উপজেলা ভূমি অফিস), মোঃ অহিদ মেম্বার,মোকাম ইউপি সহকারী মোঃ মোরশেদ আলমসহ সরকারি -বেসরকারী প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।
সভার শুরুতে উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বক্তব্য তুলে ধরেন।