মোঃ রেজাউল হক শাকিল ।।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত মঙ্গলবার (৪ জুন) বিকেলে অভিযান চালিয়ে চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ মোঃ সেকান্দর আলী (২২) কে গ্রেফতার করে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ এর নির্দেশে এসআই মিথুন কুমার মন্ডল
সঙ্গীয় ফোর্সসহ চান্দলা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ বড়ধুশিয়া
পশ্চিমপাড়া ময়নাল মেম্বারের বাড়ির সামনে (বড়ধুশিয়া - গোলাবাড়িয়া) গামী পাকা রাস্তার উপর হইতে মোঃ সেকান্দর আলীকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে এবং অপর আসামী মোঃ নুরুল ইসলাম(৪৫) পালিয়ে যায়।
মোঃ সেকান্দর আলী ব্রাহ্মণপাড়া থানার শশীদল (দক্ষিণপাড়া) গ্রামের মৃত মাদু মিয়ার ছেলে এবং পলাতক আসামী মোঃ নুরুল ইসলাম একই এলাকার শশীদল পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।