মোঃ রেজাউল হক শাকিল ।।
বাংলাদেশের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে যোগদান করেছেন ড. মুফতি মাওলানা আমিনুল ইসলাম। তিনি দেবিদ্বার উপজেলার ভবানীপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তার বাবা মুফতি মাওলানা মো. তাজুল ইসলাম ছৈয়দপুর কামিল মাদরাসা দেবিদ্বার, কুমিল্লা এর প্রাক্তন শিক্ষক এবং ৪২ বছর যাবত বড়শালঘর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্বরত আছেন।
ড. মুফতি মাওলানা আমিনুল ইসলাম বুড়িচং উপজেলার খাড়াতাইয়া ইসলামিয়া ফাযিল মাদরসার উপাধ্যক্ষ ছিলেন। এর আগে তিনি চান্দাবাহ ইসলামিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। ০২ জুন রবিবার সকালে আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে তিনি যোগদান করেন।