প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ১:৪০ পি.এম
বার্ডে টেকসই উন্নয়ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোলাম হোসাইন তামজিদ ।।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় ‘‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন: আর্থিকঅন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর’’শীর্ষক আফ্রিকান-এশিয়ান প্রশিক্ষণ কর্মশালারসমাপনী অধিবেশন বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান এনডিসি সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। চীন,ঘানা, ভারত,জর্ডান,কেনিয়া,নামিবিয়া,ওমান, পাকিস্তান,সুদান,তিউনিসিয়া,জাম্বিয়া এবং বাংলাদেশসহ ১২ টি দেশের ১৭ জন
উর্ধ্বতন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মশিউর রহমান বলেন, এ ধরনের
আন্তর্জাতিক ও আঞ্চলিক কর্মশালা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে কার্যকরী ও সহায়ক।কর্মশালাটি আয়োজন
করার জন্য বার্ডকে এবং সার্বিক সহযোগিতা করার জন্য আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো)–কে অভিনন্দন জানান ।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড.আবদুল করিম,মহাপরিচালক(অ.দা.),বার্ড সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক
প্রশিক্ষণ কর্মশালাটিতে অংশগ্রহণকারী আর্ডো-এর সদস্য দেশগুলো এবং আর্ডো-কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বার্ড-এর সাথে আর্ডো এর এই সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে যেঅভিজ্ঞতার বিনিময় হয়েছে তা প্রশিক্ষণার্থীগণের কাজে আসবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও সমাপনী অধিবেশনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) এবং কর্মশালা সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন, ড. আবদুল করিম,
মহাপরিচালক(অ.দা.),বার্ড,আযমা মাহমুদা,যুগ্ম পরিচালক,বার্ড এবং আনাস আল ইসলাম,সহকারী
পরিচালক,বার্ড প্রমূখ ।
Copyright © 2025 Dainik Cumilla. All rights reserved. | Developed by UNIK BD