গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহের এর ঘনিষ্ঠজন বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। তিনি দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হলেন।
গতকাল বুধবার (২৯মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে এবং ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফলে, বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করেন বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় এমপি অনুসারী আখলাক হায়দার।
তিনি, ঘোড়া প্রতীকে ৩৭.৭৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার বাছির খান পেয়েছেন ২৫.৪৫৩ ভোট।
এদিকে, ভাইস-চেয়ারম্যান পদে (মাইক) প্রতীকে মোহাম্মদ জসীম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে (ননদ-ভাবি) লড়াইয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ননদ মোসা:পান্না আক্তার কে হারিয়ে ভাবি অধ্যাপিকা লাভলী আক্তার(ফুটবল ) প্রতীকে বিজয়ী হন।
উপজেলা নিবার্হী অফিসার সাহিদা আক্তার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটার উপস্থিতি হার ৩৯.৬৫% । ভোটের পরিবেশ নিয়ে জানান,নানা শঙ্কা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের তৎপরতার কারণে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনিয়ম ও জাল ভোটের অভিযোগে বিভিন্ন মেয়াদে ১০ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।