নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় এক কেন্দ্রের চার এজেন্টকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, দুই প্রার্থীর চার এজেন্ট জাল ভোট দিচ্ছেন। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের দুজন চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার (ঘোড়া) ও আপর দুজন তারেক হায়দারের (টেলিফোন) এজেন্ট।
তৃতীয় ধাপে কুমিল্লার চার উপজেলা ব্রাহ্মণপাড়া, বুড়িচং, দেবিদ্বার ও মুরাদনগরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা।
এ চার উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন