স্টাফ রিপোর্টার।।
রোববার( ২৬ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন আলেখারচর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার সামনে চেকপোস্ট করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী ঝুমুর বাস নং- ঢাকা মেট্টো-ব-১৫-৮৩৩০ হতে এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ১। মো: লাবলু(২২) পিতা- আবু বকর ছিদ্দিক সাং- কুটিপাড়া ২। রাকিব ইসলাম(১৯) পিতা- মৃত জিকরুল ইসলাম সাং- বানিয়াপাড়া উভয় থানা- নিলফামারী জেলা- নিলফামারী দ্বয়কে তাদের বহনকারী ব্যাগের মধ্যে ০৪ কেজি করে মোট ০৮(আট) কেজি গাঁজাসহ আটক করা হয় । এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।