কুবি প্রতিনিধি:
শিক্ষক সমিতির আন্দোলনের তিনমাস পর আলোচনার আহ্বান করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এফএম আবদুল মঈন। তবে শিক্ষক সমিতি ভিসির আলোচনা প্রত্যাখ্যান করে ভিসি ও ট্রেজারারের পদত্যাগের এক দফা দাবিতে ১৩ তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে।
রোববার (২৬)মে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
আলোচনা প্রত্যাখ্যানের বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, যেই ভিসি নিজে শিক্ষকদের গায়ে হাত তুলেছেন এবং সাবেক শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকদের লাঞ্চিত তার সাথে কোনো আলোচনা নয়। আগে শিক্ষকদের ওপর হামলার বিচার হোক তারপর আলোচনা।
তিনি আরও বলেন, ভিসি নিজের ইচ্ছায় বিশ্ববিদ্যালয় বন্ধ করেছেন। তারই উচিত বিশ্ববিদ্যালয় খুলে দেয়া। এখানে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করিনা।