1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২ জন - Dainik Cumilla
বুধবার, ০৭ মে ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার কুমিল্লা জেলার বিভিন্ন থানার ১৩৪ টি রাজনৈতিক গায়েবি মামলা প্রত্যাহার করেছে সরকার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি কুমিল্লা নগরীর তেল ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্প সিলগালা কুমিল্লা মহাসড়কের পার্শ্ব থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ১৬৭ ‘ভেন্যু কেন্দ্র’ বাতিল নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক নারীদের নিয়ে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২ জন

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল ।।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত সোমবার (২৪ মে) বিকেলে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রাম থেকে ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ

মোস্তফা গাজী(৩৭) ও জাকির (৪৪) নামে ২ জনকে গ্রেফতার করে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ভারতীয় চিনি বহনকারী একটি পিক-আপ জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ এর নির্দেশে এসআই মোঃ রবিউল আউয়াল

সঙ্গীয় ফোর্সসহ সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ নন্দীপাড়া আব্দুল মতিন খসরু মহিলা কলেজের সামনে রাস্তার পূর্ব পাশ ( ব্রাহ্মণপাড়া – চান্দলা) হইতে মোস্তফা গাজী ও জাকিরকে গ্রেফতার করে।

পুলিশ তাদের কাছ থেকে ৭৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। যাহার ওজন-৩,৭৫০ কেজি এবং বর্তমান বাজার মূল্য-৩,৩৭,৫০০ টাকা। এসময় পুলিশ তাদের কাছ থেকে ভারতীয় চিনি বহনকারী একটি পি-কাপ  জব্দ করা হয়।

মোস্তফা গাজী কুমিল্লা জেলার বাঙ্গরা সদর থানার মৃত আরব আলীর ছেলে এবং জাকির ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চারুয়া গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD