1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চান্দিনায় শিশু সন্তান সুবর্ণা মীমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ওমর ফারুক নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

চান্দিনায় শিশু সন্তান সুবর্ণা মীমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ওমর ফারুক নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।।
২০১৭ সালের ৬ ডিসেম্বর ভিকটিম সুবর্ণা মিম (৬) কে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার অপরাধে ওমর ফারুক নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (২১ মে) কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক (জেলা জজ) মোঃজাহিদুল কবির এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ ওমর ফারুক (১৯) হলেন কুমিল্লা চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের মোস্তফা কামাল এর ছেলে।
মামলার বিবরণে জানাযায়- মামলার ভিকটিম সুবর্না মীম (৬) কোরবান আলীর ঔরসে ও বাদীনির গর্ভে জন্ম গ্রহণ করার তিন বছর পর কোরবান আলীর সহিত বাদীনির দাম্পত্য কলহের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ঘটনার দেড় বছর পূর্বে কোরবান আলী আসামি মোসাঃ লাভলী আক্তারকে বিবাহ করে। এরপর কোরবান আলীর সুর্বনা মীমকে তাহার নিকট নিয়ে আসিলে আসামি লাভলী আক্তার মীমকে দেখতে পারত না এবং মারধর করিত। এরফলে কোরবান আলীর মা মাজেদা বেগম (৬৫) আসামি লাভলী আক্তারকে বাড়ী থেকে বাহির করে দেন। ২০১৭ সালের ৬ ডিসেম্বর কোরবান আলী মোবাইল করে বাদীনিকে জানায় তার মেয়ে সুবর্ণা মীম (৬) কে খোঁজে পাওয়া যাচ্ছেনা। এরপর সন্ধ্যায় কোরবান আলী জানায় কে বা কাহারা সুবর্ণা মীমকে মুক্তিপণ হিসেবে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন সকালে চান্দিনা আর এন আর সিরামিক ফ্যাক্টরীর দক্ষিণ পশ্চিমে বেলাশ্বর হতে থানগাঁওগামী রাস্তার উত্তরে থানগাঁও খালের পশ্চিম পাড়ে সুবর্ণা মীম এর গলায় ওড়না পেচানো অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে ২০১৭ সালের ০৭ ডিসেম্বর বাগেরহাট জেলার সদর উপজেলার গোবরদিয়া (হাওলাদার ভিলা) এর ইসহাক আলী হাওলাদার এর ছেলে খাদিজা আক্তার (শিমু) বাদী হয়ে কুমিল্লা দেবীদ্বার উপজেলার বাগুর সরকার বাড়ীর কোরবান আলীর স্ত্রী ও মোঃ মোস্তফা কামাল সরকার এর মেয়ে মোসাঃ লাভলী আক্তার (৩০) ও মোঃ মোস্তফা কামাল সরকার এর ছেলে মোঃ সালাহ উদ্দিন সরকার (৩২) কে সহ অজ্ঞাতনামা আসামি করে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারার বিধানমতে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ডালিম কুমার মজুমদার পরদিন উল্লেখিত আসামিদ্বয়কে গ্রেফতার করিলে আদালতে হাজির করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সালের ১১ ডিসেম্বর কুমিল্লা চান্দিনা উপজেলাধীন বেলাশ্বর গ্রামের মোস্তফা কামাল এর ছেলে (১৯) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করিলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তৎপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডালিম কুমার মজুমদার ঘটনার মূল রহস্য উদঘাটন করিয়া আসামিগণের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের ৩ মে আসামি মোসাঃ লাভলী আক্তার (৩০), মোঃ সালাহ উদ্দিন সরকার (৩২) ও মোঃ ওমর ফারুক (১৯) এর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (৪)(খ) এবং দণ্ডবিধির ২০১/৩৮৫/৩০২ ধারার বিধানমতে দুটি পৃথক অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি বিচারে আসিলে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারী ভিকটিম সুবর্ণা মীমকে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পড়নের কাপড় খুলে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তার যৌনাঙ্গে হাত দিয়ে ধর্ষণের চেষ্টাকালে ভিকটিম বাঁধা দেওয়ায় ভিকটিমের গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করাসহ ভিকটিমের পিতার নিকট মুক্তিপণ দাবির অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামি ওমর ফারুক এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠনক্রমে রাষ্ট্রপক্ষে নারী ও শিশু মামলায় ১১জন ও অপর মামলায় ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ ওমর ফারুক এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামি মোঃ ওমর ফারুক এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ২০১ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সং/০৩) এর ৯(৪)(খ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রায়ের আরও উল্লেখ করেন যে, বর্ণিত সাজা একসাথে চলিবে।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ ওমর ফারুক আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী স্পেশাল পিপি এডভোকেট মোঃ মিজানুর রহমান মজুমদার বলেন, আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।

এদিকে, আসামি পক্ষের এডভোকেট মোঃ হাছান বলেন- রায়ের কপি হাতে পেলে শীঘ্রই উচ্চ আদালতে আপীল করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD