শ্রেণিকক্ষে শিক্ষাদান ও শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে-------- এমপি এম এ জাহের
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহের এমপি বলেছেন,একজন ছাত্রকে কেবল শিক্ষিতই নয়, বরং ভাল মানুষ হিসেবে গড়ে তোলার গুরু দায়িত্বটি শিক্ষকের। শ্রেণী কক্ষে অনেক শিক্ষার্থীরা মনোযোগ দিতে চায় না। এ সব বিষয়ে একজন শিক্ষককে প্রতিনিয়ত খেয়াল রেখে শিক্ষার্থীদের পড়াতে হয়। বিশেষ করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর আগ্রহ শিক্ষকের দিকে রাখাটা খুব গুরুত্বপূর্ণ।
(২১ মে ২০২৪) মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলার সদরে অবস্থিত বুড়িচং কালী রায়াণ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীতে শিক্ষার্থীকে যেমন-তেমন পুরস্কার না দিয়ে বই বা ভালো মানের পুরস্কার দিবেন,তাহলে শিক্ষার্থী লেখাপড়া পাশাপাশি খেলাধুলাও ভালো করবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার, বিদ্যুৎ সমিতির ডিজি এম হাফিজুর রহমান, এরশাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মহি উদ্দিন লিটন, আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আমিনুল ইসলাম, সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিরাজ কুমার ভট্টাচার্য্য এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল।
এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, আব্দুল হালিম খান, আব্দুল কুদ্দুস, মজিবুর রহমান, উপজেলা প্রোগ্রামার আলেয়া আক্তার, সহকারী প্রধান শিক্ষক সালমা আক্তার, সহকারী শিক্ষক শিবপদ আশ্চর্য্য, মোঃ কেফায়েত উল্লাহ, মোঃ মিজানুর রহমান, কবির খান বিপ্লব, কোহিনূর আক্তার, পাপিয়া পাল, নাসিমা আক্তার, রাবেয়া আক্তার, গোবিন্দ সূত্র ধর, আব্দুল মান্নান প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।