মারুফ হোসেন:
কুমিল্লা বুড়িচং উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার গত ১৭ মে শুক্রবার ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজার সংলগ্নে জনসভায় বক্তব্যে বলেন কোনো ষড়যন্ত্র আমাকে থামিয়ে রাখতে পারবে না।ইনশাআল্লাহ ২৯ মে বিজয় আসবেই। ষড়যন্ত্রকারী সবসময়ই ষড়যন্ত্র করবেই। কোনো লাভ হবে না।জনগন প্রমাণ করবে আগামী ২৯ মে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করে।
অনুষ্ঠানটি ময়নামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ অলি উল উল্লাহর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এড ফরজুল হাসান বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ এহতেশামুল হাসান ভুঁইয়া রুমি,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুস সালাম বেগ, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, যুবলীগ নেতা আদনান হায়দার সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ সহ সহযোগি অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা। এসময় স্হানীয় সকল পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।