মোঃ রেজাউল হক শাকিল ।।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত মঙ্গলবার ১৪ (মে) দুপুরে অভিযান চালিয়ে সাহেবাবাদ ইউনিয়নের টাটারা গ্রাম থেকে মোঃ মহিউদ্দিন প্রকাশ মহির (৩২) নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করে। পুলিশ তার দখল হইতে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে এবং গ্রেফতারকৃতকে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ এর নির্দেশে এসআই শফিক উল্লাহ, অমর্ত্য মজুমদার সঙ্গীয় ফোর্সসহ সাহেবাবাদ ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ টাটেরা গ্রামের প্রফেসর সেকান্দর আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সামনে থেকে (ব্রাহ্মণপাড়া - বুড়িচং) গামী পাকা রাস্তার উপর হইতে মোঃ মহিউদ্দিন কে গ্রেফতার করে। পুলিশ তার দখল হইতে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।
মোঃ মহিউদ্দিন ব্রাহ্মনপাড়া থানার নাইঘর নোয়াপাড়া গ্রামের মোঃ তৈয়ব আলীর ছেলে। পুলিশ তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।