কুবি প্রতিনিধি
মহানবী হযরত মোহাম্মদ সাঃ ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী শ্রী-স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে প্রক্টরিয়াল বডি।
বুধবার (১৫মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন৷
প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, প্রাথমিক তদন্তে ধর্ম অবমাননার সত্যতা প্রমাণিত হয়েছে। আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কে অবগত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাকে সাময়িক বহিষ্কার করতে সুপারিশ করেছি। প্রশাসন তাকে ২৪ ঘন্টা আত্মপক্ষ সমর্থনের সময় দিবে। যদি যথার্থ ব্যাখ্যা দিতে না পারে তাহলে তাকে বহিষ্কার করা হবে।
এদিকে স্বপ্নীলের এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা।