মারুফ হোসেন।।
বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল গ্রামের চৌমুহনী হযরত শাহজালাল চা স্টলে গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) ক্যারাম বোর্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে মাঈন উদ্দিন (ডন) ও মিদুল বনাম রনি ও আবুল হোসেন এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় রনি ও আবুল হোসেন এর দল এবং রানারআপ হয় মাঈন উদ্দিন ডন ও মিদুল এর দল। খেলাটি পরিচালনা (রেফারি) করেন কাজী আবদুল জলিল।
মোট ১২ টি দল খেলায় অংশ গ্রহণ করে। পর্যায়ক্রমে দীর্ঘ দিন খেলার পর ১০ টি দল খেলায় পরাজয় বরণ করে বাতিল হয় এবং ২ টি দল ফাইনালে উঠে।ফাইনালে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন খেলার আয়োজক ডাঃ মনির,ফয়েজ আহমেদ লিটন, এবং মোঃ আলি আকবর,মামুন,মাঈন উদ্দিন সিএ সহ অন্যান্য আয়োজকরা।এবং সেমিফাইনালে এসে পরাজিত শাহীন ও ফারুক বনাম মুমিন ও ডাঃ মনির কে ম্যাডেল দেওয়া হয়।
সবশেষে বিজয়ীদের আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘটে।