মো: ওমর ফারুক মুন্সী :
কুমিল্লার দেবিদ্বারে চা দোকানদার শামীম আহম্মেদ হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের উজানীকান্দি গ্রামে মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে শামীমের বাড়ির পাশেই মানববন্ধন হয়। এতে ওই এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ এপ্রিল শুক্রবার রাত ৮টায় মনির হোসেন ও শামীম আহাম্মদের পরিবারের মধ্যে একটি বিরোধ মীমাংসা নিয়ে মনির হোসেনের উঠানে সালিশ বৈঠক বসেছিল। সালিশে ইউপি সদস্য হিরণ সরকার, সিদ্দিক সরকার, মোস্তফা সরকার, সাইফুল ইসলাম ব্যাপারিসহ গ্রামের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। মীমাংসার শেষ পর্যায়ে রাত সাড়ে ১০টায় পার্শ্ববর্তী গ্রাম উজানীজোড়ার মো.আলিম খন্দকারের নেতৃত্বে সাদেক খন্দকার, সুমন খন্দকার, আউয়াল খন্দকারসহ আরও ৫/৬ মনির হোসেনের পক্ষে উপস্থিত হয়ে শামীমকে চর থাপ্পর ও কিল-ঘুষি মারেন। পরে বৈঠকে বসা আলিম খন্দকার উত্তেজিত হয়ে নিজের বসার কাঠের চেয়ার তুলে শামীমকে এলোপাতারি পিঠাতে থাকেন। এক পর্যায়ে শামীম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নয়ন চিকিৎসার জন্য কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ১৩ (এপ্রিল) দুপুর ২টা ৩৫মিনিটে তার মৃত্যু হয়।
বক্তরা আরো বলেন, এ ঘটনা শামীমের স্ত্রী মোরশেদা বেগম বাদী হয়ে দেবিদ্বার থানায় আলিম খন্দকার ও সুমন খন্দকার নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাংলাদেশ পুলিশ ও আইনের প্রতি আমাদের আসতে আছে তারা সঠিক তদন্ত করে আসামিদের দ্রুত গ্রেফতার করবেন। আমরা আলিম খন্দকার ও সুমন খন্দকার সহ এ ঘটনার সাথে সম্পৃক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত শামীম আহম্মেদের স্ত্রী মোরশিদা বেগম, গোলাম মোস্তফা, আব্দুল হামিদ, সিদ্দিকুর রহমান, শরিফ উদ্দিন সোহেল, আবুল কাশেম, মাসুদ, প্রমুখ