গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কোদালিয়া নিবাসী,ছিরিকোট দরবার শরীফের মুরিদান ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার প্রাত্তণ ছাত্র এবং শ্রীমন্তপুর জামে মসজিদের সাবেক ইমাম মৌলভী ইদ্রিস (৮৫) গতকাল ২১ এপ্রিল রবিবার বিকেল ৫:৩০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ২২ এপ্রিল, সোমবার সকাল ১১ টায় মরহুমের তৃতীয় ছেলে মাওঃ মোঃ দেলোয়ার হোসেন এর ইমামতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম মৌলভী ইদ্রিস হুজুর মৃত্যুকালে স্ত্রী,৬ ছেলে,৩ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। মরহুমের জানাযার পূবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জামশেদুল আলম, সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মাষ্টার, বীর প্রতীক আব্দুল ওহাব,অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, ইন্জিনিয়ার মোঃ বাছির খান, মাওঃ মোঃ মুমিনুল ইসলাম, মাওঃ মোঃ মীর হোসেন, মাওঃ মোঃ নুরুল আমিন, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরসহ স্থানীয় জামে মসজিদের ইমাম সাহেব।
এদিকে, মরহুম মৌলভী ইদ্রিস হুজুরের ইন্তেকালে স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার নেতৃবৃন্দ গভীর শোক ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।