মোঃ রেজাউল হক শাকিল ।।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লক গ্রাম থেকে মোঃ হোসেন (৪৩) নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করে। পুলিশ তার দখল হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে এবং গ্রেফতারকৃতকে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ এর নির্দেশে এসআই শাহাবুর আলম সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ রামচন্দ্রপুর বাল্লক (ইছারপুল) সাকিনে নির্মানাধীন মসজিদের পশ্চিম পাশে তিন রাস্তার মোড় হইতে মোঃ হোসেনকে গ্রেফতার করে। পুলিশ তার দখল হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
মোঃ হোসেন ব্রাহ্মণপাড়া থানার মল্লিকারদিঘী (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।